গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় আজ মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফি ইসলাম কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকার জহিরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাফি মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলছিল। এ সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পাশে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া ড্রেনে পড়ে যায়। পরে প্রবাহিত বৃষ্টির পানির স্রোতে ভাসতে ভাসতে বিলের পানিতে গিয়ে ডুবে যায়। ওই বিলে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তি শিশুটিকে ডুবে যাওয়ার দৃশ্য দেখে এগিয়ে গিয়ে উদ্ধার করে। পরে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুটির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।