গত কয়েকদিন ধরে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার বার্তায় শুন্য থেকে কোটিপতি মোহাজের পাড়ার জাফর! বেরিয়ে আসছে কেঁচো কুড়তে সাপ শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। উক্ত সংবাদটির একাংশ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, মনগড়া, কল্পনা প্রসুত ও ভিত্তিহীন। মিথ্যা তথ্যদিয়ে আমার ছবি চাপানো আইনসঙ্গত নয়।
আমি এই সংবাদিটির একাংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি একজন টিকাদার, দীর্ঘ তিন বছর যাবত আমি বান্দরবান থানছি এলাকায় সেনাবাহিনীর টিকাদারি কাজ করছি। অথচ সংবাদে আমাকে জৈনক জাফরের ইয়াবা, রোহিঙ্গাদের পাসপোট ও জন্মনিবন্ধের মত জঘন্য কাজের সহযোগি বলে প্রকাশ করা হয়েছে।
আমার পিতা মোঃ সৈয়দ কোম্পানি সোনার পাড়া এলাকার একজন প্রতিষ্টিত ছিংড়ি মাছের পোনা ব্যবসায়ী ছিল। তিনি মৃত্যুর আগ পযন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছেন। আমার দাদাও একজন প্রতিষ্টিত ব্যবসায়ী ছিলেন।
আমার ভাই কফিলের বাড়িতে র্যাবের অভিযানের ঘটনা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। কফিলের আলেদা কোন বাড়ি নেই। আমরা যৌথ পরিবারে বসবাস করি। আমার মোটরসাইকেল জব্দ করার প্রশ্নই আসেনা। আমার ভাই কফিল ও নামে কোন ধরনের মামলা হয়নি।
সাংবাদিকরা জাতির দর্পণ। আমি সাংবাদিক ভাইদের শ্রদ্ধার ও সম্মান করি। কিছু লোক আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। সাংবাদিক ভাইদের অনুরোধ যাচাই বাচাই করে সংবাদ পরিবেশ করলে দেশ ও জাতির মঙ্গল হবে বলে মনে করছি। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদ
এস এ সৈয়দ নুর তারেক
টিকাদার
সোনার পাড়া, উখিয়া