সামিয়া আলম টুম্পা। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ এলাকার কাঠমিস্ত্রী আব্দুল আলমের মেয়ে। সে সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। টুম্পা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
কক্সবাজারে চিকিৎসার পর বর্তমানে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়েছে।
৮বছর বয়সী টুম্পার অপারেশনের জন্য ৩ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার বাবা আব্দুল আলম। যা পরিবারের পক্ষে সম্ভব না। গুরুতর অসুস্থ টুম্পাকে বাঁচাতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তার পরিবার।
স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল ব্লাড ডোনেশন সোসাইটি টুম্পার জন্য গনচাদা আদায় করে যাচ্ছে।
হেলাল বিন চৌং সাঈদী বলেন, দেশ ও বিদেশে থেকে যে যতটুকু পারেন সাহায্য পাটানোর আহবান জানাচ্ছি। কেউ টাকা পাটালে নাম ও নং জানাবেন।
০১৮৩১৮৬০৪০০ পার্সেনাল বিকাশ