নাজিম আহমেদ,গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার উপরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে মহড়ায় অংশ নেয় গোয়াইনঘাট থানা পুলিশ। প্রশিক্ষণ মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, পরিদর্শক (তদন্ত) দিলিপ নাথ, সেকেন্ড অফিসার (এসআই) প্রলয় রায়, জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার রবিউল ইসলাম এবং থানার সকল অফিসার ফোর্সবৃন্দ।