সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি কবুলিয়ত হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬জুন২২) নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রধান অতিথি হয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কবুলিয়ত হস্তান্তর করেন বান্দরবান জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভিন তিবরীজি। অর্থাৎ উপকারভোগীরা তাদের জায়গার কাগজও বুঝিয়ে পেল যা তারা প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেছে।
উক্ত মহতী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ টান্টু সাহা, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:ইমরান, ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,সদরের চেয়ারম্যান নুরুল আবচার ইমন, বাইশারীর চেয়ারম্যান মো:আলম কোম্পানি, সোনাইছড়ির চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুমের চেয়ারম্যান মো:জাহাঙ্গীর আজীজসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।