নিজস্ব প্রতিবেদক :
করোনায় ভোট না করার সুপারিশ করেছে আইইডিসিআর। কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ীই সব ভোট হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনি এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিও দেয়া হয়েছে।
বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমূখি। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নতুন পাঁচ শর্ত দিয়ে দেশব্যাপী বিধিনিষেধের মেয়াদ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বলা হয়েছে, জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে।
লক্ষীপুর-২, ১১ পৌরসভা এবং ৩৬৭ ইউনিয়ন পরিষদে ভোট হবে ২১ জুন। অথচ, অধিক সংক্রমণের জেলা সাতক্ষীরায় চলছে সর্বাত্মক লকডাউন। বাগেরহাট-খুলনাও অধিক সংক্রমণের জেলা। এই তিন জেলার ১৪২ ইউনিয়নে এদিন ভোট হওয়ার কথা।
করোনা সংক্রমণ না কমা পর্যন্ত নির্বাচন না করার সুপারিশ করেছে আইইডিসিআর। অন্যদিকে, নির্বাচনি এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
পরিস্থিতি বিবেচনায় নির্বাচনি প্রচারের নিয়ম কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়।
ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণাও করেছে নির্বাচন কমিশন।