কনক বড়ুয়াঃ
উখিয়ার হলদিয়ায় অনুষ্ঠিত শেখ রাশেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে সাইফ মুন্নার জাদুতে পাতাবাড়ি ফুটবল একাদশকে ৮-০ গোলে হারিয়েছে পূর্ব মরিচ্যা “পারলে ঠেকাও ফুটবল একাদশ”। সাইফ মুন্নার ৪ গোল ও মহি উদ্দিন খান মহির ৩ গোলের হ্যাট্রিকে দলকে জয় উপহার দিয়েছেন তারা।
শনিবার (৫ জুন) বিকেলে হলদিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর মাঠে নেমে জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন কক্স সিটির সাবেক ফুটবলার সাইফ মুন্না। “পারলে ঠেকাও ফুটবল একাদশ” এর জয়ে অন্য একটি গোল করেছেন মোশারফ। বাকি গোল গুলোতে বড় অবদান ছিল সাইফ মুন্নার।
মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচের এটাই ছিল সর্বোচ্চ গোলের ব্যবধানের জয়।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় দলের ১০ নং জার্সি পরিহিত সাইফ উদ্দিন মুন্না।