বিশেষ প্রতিবেদকঃ
মহেশখালীতে অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ মোঃ রিদোয়ান প্রকাশ কালা রিদোয়ান নামক একজন দাগী অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রিদুয়ান কালারমারছড়া ইউনিয়নের পাহাড়তলী উত্তর ঝাপুয়ার আজিজুল হকের পুত্র।
মঙ্গলবার (২২ জুন) বিকেল ৫ টার দিকে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুন) বিকেল ৫টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি টিম মহেশখালীর চালিয়াতলী এলাকাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে উক্ত আসামীর দেওয়া তথ্য মতে বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর ষাটমারা চায়না মার্কেটের পশ্চিমে এবং কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়ার পূর্ব দিকে পাহাড়ের গভীরে জনৈক আব্বাসের খামার বাড়ীর পাহাড়ের মাটি খুঁড়ে ১টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়াস্ত্র এবং খামারের পাশে খড়ের গাদির নিচ হতে আরো ১টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে পুলিশ জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।