নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালী উপজেলার মাতারবাড়ী সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২ জুলাই) রাত ৮ ঘটিকার সময় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মোঃ হারুন (৪০)। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার, রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামের সৈয়দ নুরের ছেলে বলে জানা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ হাসান।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই মধ্যরাতে বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে একটি লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ০৪ জন ব্যক্তি জীবিত আসলেও ০২ জন ব্যক্তি নিখোঁজ ছিল। নিখোঁজ ০২ জন ব্যক্তির মধ্যে উক্ত ব্যক্তিও একজন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মাতারবাড়ী সমুদ্র সৈকতে ভাসমান লাশ দেখতে পেলে তারা মাতারবাড়ী পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবগত করেন। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ হাসান জানান, স্থানীয়রা চেয়ারম্যান লাশ ভেসে আসার বিষয়টি আমাদের অবগত করলে আমরা তৎক্ষনাৎ ঘটনাস্থলে যায়। পরে স্বজনরা লাশ সনাক্ত করে। তাদের কোন অভিযোগ না থাকায় আমরা তাদের নিকট লাশ হস্তান্তর করি।