বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রামের মিসরাইয়ের ৫নং ওচমানপুরে মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী শাহাদাত হোসেন রনি ও আসামী রাজা মিয়াকে নোয়াখালীর চর জব্বার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬ টার সময় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নোয়াখালী চর এলাকায় অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলার আসামী শাহাদাত হোসেন রনি ও রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) তাদের চট্টগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (২৮ মে) দুপুরে জমি বিরোধের জেরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর এলাকার রেহান উদ্দিন হাজি বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান পিটিয়ে হত্যা করা হয়েছিলো।