ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার গাড়ির চালক মোঃ ঈসা মুজিব বর্ষের ঘর উপহার পেয়েছেন। নিজস্ব ঘর ও একাদিক জায়গা জমির মালিক হয়েও বিতর্কিত ব্যাক্তি মুজিববর্ষের জমি ও ঘর উপহার পাওয়ায় স্থানিয় সাধারন মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
উখিয়া উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে গত ২০ জুন উখিয়ায় যে ১১০ জনকে মুজিব বর্ষের ঘর ও জমি বুঝিয়ে দেয়া হয়েছে কার ৬৪ নাম্বারে আছে মোঃ ঈসা ও তার স্ত্রী ফাতেমা বেগম। বিতর্কিত বক্তা আমির হামজার গাড়ি চালক মোঃ ঈসাকে কৃষক হিসেবে দেখানো হয়েছে। তার মাসিক আয় দেখা হয়েছে মাত্র ৬ হাজার টাকা।
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সুলতান কালু জানিয়েছে মোঃ ঈসা তার এলাকার বাসিন্দার। সে একজন বিতর্কিত মানুষের গাড়ির চালক। মোঃ ঈসার প্রকৃত পরিচয় গোপন করে করে তাকে মুজিব বর্ষের ঘর ও জমি উপহার দেয়া হয়েছে। অথচ এলাকার অনেক প্রকৃত অসহায় ও গৃহহীন মানুষ মুজিব বর্ষের উপহার থেকে বঞ্চিত হয়েছে।
ঈসার প্রতিবেশী জাফর আলম জানিয়েছেন, ড্রাইভার ঈসা একজন সচ্ছল ব্যাক্তি। সে মৌলানা আমির হামজা সাহেবের ড্রাইভার। তার বাড়ি, ঘর, টিভি, ফ্রিজ সব আছে। ঈসা ২০ হাজার টাকা দামের এড্রয়েট ফোন ব্যবহার করে। সে কিভাবে অসহায় বা ভূমিহীন হয়?
উখিয়ার গাড়ি চালক সমিতির সভাপতি মোঃ ইসহাক ড্রাইভার জানিয়েছেন, মোঃ ঈসা একজন পেশাদার ড্রাইভার। সে কোটবাজারে গাড়ি চালক সমিতির সদস্য। দীর্ঘদিন সে মিনি পিকআপ চালাতো। গত কিছুদিন ধরে ইসা এলাকায় গাড়ি চালায়না। তবে সে কোথায় গাড়ি চালায় তা তিনি জানেননা।
এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ জানিয়েছেন, মোঃ ইসার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
২৪মে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে বিতর্কিত বক্তা আমির হামজা গ্রেপ্তারের আগ পর্যন্ত ড্রাইভার ঈসা আমির জামজার গাড়ি চালাতো। ২০২০ সালের শেষের দিকে ঈসা আমির হামজা দেশের বিভিন্ন স্থানে মাহফিলে যাওয়ার গাড়ি চালকের দায়িত্ব পালন করতো।