সংবাদ বিজ্ঞপ্তি:
বিশ্ব পরিবেশ দিবস আজকে কেবল ছিল আনুষ্ঠানিকতা। আর দিবস পালন করা সরকারি বন আর পরিবেশ অধিদপ্তরের কাজ। কারন আমরা প্রতিদিন প্রতি মুহুর্তে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে লড়াই করে যাচ্ছি।
ঘূর্ণিঝড় ইয়েস আমাদের আবারও শিক্ষা দিয়ে গেছে উপকূল রক্ষায় বনায়নের বিকল্প নেই। বেড়িবাঁধ দেওয়ার নাম জনগণের টাকা লুটপাট বন্ধ করতে হবে।
ভারতের দীঘা সৈকত থেকে শিক্ষা নিতে পারেন কংক্রিটের বাঁধ রাস্তা কিভাবে ধ্বংস স্তুপে পরিনত হয়েছে। একজন আমলা বলল কক্সবাজার সমুদ্র সৈকতে আধুনিক মানের বাঁধ হবে যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে। ঢাকায় বসে এত সুযোগ সুবিধা আর স্বপ্ন কক্সবাজারের মানুষ নিতে চায় না। আপনাদের অপরিকল্পিত উন্নয়নের কুপলে আটকে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজার ‼️
কতিপয় উর্ধতন সরকারি কর্মকর্তা ইসিএ এলাকায় শহর রক্ষা বাঁধের নামে লুটপাটের যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাতিল করে কক্সবাজার সমুদ্র সৈকতের ৩০০মিটারের মধ্যে সকল স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে প্রবালদ্বীপ সেন্টমার্টিন রক্ষায় দ্রুত পদক্ষেপ নিন,ঘূর্ণিঝড় ইয়েস প্রমাণ করেছে সেন্টমার্টিন প্রকৃতির চরম ঝুঁকিতে আছে,অবিলম্বে দ্বীপে অবৈধভাবে নির্মিত বহুতল ভবন ভেঙে হাইকোর্টের রায় বাস্তবায়ন করুন। এবং পুনরায় কংক্রিটের জেটি নির্মিত থেকে সরে আসুন।
জলবায়ু রক্ষার জন্য বাজেট বৃদ্ধি করতে হবে। এই যে সম্প্রতি ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে গেছে। তার কারণ এসব বাঁধ স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি। স্থায়ী বাঁধ তৈরির জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে। পরিবেশ রক্ষায় বাজেট আরও বৃদ্ধি করতে হবে।
পাহাড় খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মেগা প্রকল্প বাস্তবায়নের নামে পরিবেশের উপর নিপিড়ন বন্ধ হোক।
পরিশেষে বলব যারা পরিবেশ দূষণ করবে তাদের কঠোর জরিমানা এবং যারা পরিবেশ রক্ষায় কাজ করবে তাদের পুরস্কৃত করতে হবে।
নজরুল ইসলাম
সভাপতি রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার
সাংগঠনিক সম্পাদক বাপা কক্সবাজার