যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা, তার স্ত্রী গুয়েন শ্যামব্লিন লারাসহ সাতজন নিহত হয়েছেন।
শনিবার (২৯ মে) টেনেসির ন্যাশভিলের পার্সি প্রিস্ট লেকে সেসনা সি ৫০১ নামের ছোট বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা সাত আরোহীই এ দুর্ঘটনায় মারা গেছে।
জানা যায়, স্মারনা রাদারফোর্ড কাউন্টি বিমানবন্দর থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষনের মধ্যেই তা বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
মার্কিন অভিনেতা উইলিয়াম জো লারা ৯০ এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান: দ্যা এপিক অ্যাডভেঞ্চার্স’-এ অভিনয় করে ব্যাপক খ্যাতি পান। জো লারার বয়স হয়েছিলো ৫৮ বছর।