কনক বড়ুয়াঃ
কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫।
আটককৃতরা হলেন উখিয়া হলদিয়াপালং মধুঘোনা এলাকার মােঃ সৈয়দ নুরের ছেলে মােঃ সৈয়দ উল্লাহ (২১) ও রামু খুনিয়াপালং এলাকার নুর আহম্মদের ছেলে মােঃ কালু (৪২)।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১১ টা ১৫ মিনিটের দিকে রামু দক্ষিন মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১১ টা ১৫ মিনিটের দিকে গােপন সংবাদের ভিত্তিতে রামু দক্ষিন মিঠাছড়ি কালা খন্দকার পাড়ার জনৈক মােঃ হানিফ এর চা দোকানের সামনে কক্সবাজার টু টেকনাফগামী পাঁকা রাস্তার উপর ইয়াবা ক্রয় – বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল। পালিয়ে যাওয়ার সময় তখন দুজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।