কফিল উদ্দিন রামু:
ছেলের সামনে বাবার সড়ক দুর্ঘটনা করুন মৃত্যু, এক নতুন ইতিহাসের স্বাক্ষী রামু চা বাগান আনসার ক্যাম্প এলাকা।
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান আনসার ক্যাম্প এলাকায় চটগ্রাম কক্সবাজার মহাসড়কের পন্যবাহী কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহতের খবর পাওয়া গিয়েছে। আহতদের ১ জনের অবস্থা আশংকাজনক হওয়াতে চটগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানা যায়
তাছাড়া রামু উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসারত ০৬ জনের অবস্থা গুরুতর হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় বলে জানান হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক।
২৯ আগষ্ট রবিবার দুপুর আনুমানিক ২ টা ১৫ মিনিটের সময় চটগ্রামগামী পন্যবাহী কাভার্ডভ্যান ও চকরিয়া হতে আগত কক্সবাজার গামী বলাকা সার্ভিসের একটি বাসের সাথে মুখামুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত কাভার্ডভ্যান চালক মো: নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে বলে জানা যায়। নিহত নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ নিপু তার বাবার সফর সঙ্গী ছিলেন,ধারনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাতে অংশগ্রহণ করতে সে তার বাবার সাথে কক্সবাজার এসেছিল। তবে আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,আমরা দুপুরে খাওন শেষ করার পর রেস্ট করছিলাম,হঠাৎ কটে ঠাস করে একটা বিকট শব্দশুনি, এসে দেখি গাড়ি এক্সিডেন্ট। আমরা তৎক্ষণাৎ আহতদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায় এবং কাভার্টভ্যান চালক একটা শব্দ করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন। আমরা এই স্থানী একটি স্প্রিড বেকার দেওয়ার জন্য সংলিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এদিকে রামু থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে রামু থানা পুলিশের একটি দল ও এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।