বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে ৩ হাজার ৪০০ পিছ ইয়াবাসহ সিরাজুল মোস্তফা (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ২টি মোবাইল ফোন সেট এবং নগদ কিছু টাকা জব্দ করা হয়েছে।
আটক সিরাজুল মোস্তফা উখিয়া উপজেলার বালুখালী আঞ্জুমানপাড়া এলাকার ফজলে করিমের ছেলে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশন থেকে তাকে আটক করা হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর উল্লাহ জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
রামুর তেচ্ছিপুল এলাকাটি বেশ কয়েকবছর ধরে ইয়াবার স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এলাকাবাসী এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।