চট্টগ্রাম২৪ ডেস্কঃ
কক্সবাজারের রামুর আবদুর রহমান (৪০) নামক এক মাদক কারবারিকে ১০ হাজার ১৮৯টি ইয়াবাসহ আটক করেছে বিজিবি। এসময় আবদুর রহমান এর সঙ্গে থাকা ফাক্রিকাটার মৃত হাজী বদরুজ্জামানের ছেলে মো.সেলিম পালিয়ে যায় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
আটক আবদুর রহমান রামু কচ্ছপিয়া ইউনিয়নের পাহাড়তলী (মুরারকাচা) গ্রামের বাসিন্দা মোহাম্মদুজ্জামার ছেলে।
বুধবার (৯জুন) বিকেলে গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সিরাজুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
আটকের পর বিজিবির জোন সদরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রামু থানায় সোপর্দ করা হয়েছে। মামলা হয়েছে দুইজনের বিরুদ্ধে।