রুশ সেনারা নারী ধর্ষণ করছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এছাড়া তিনি আগ্রাসন চালানোয় মস্কোকে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচারের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
লন্ডনের একটি থিংক ট্যাংক আলোচনায় যুক্ত হয়ে দিমিত্রো কুলেবা বলেন, ‘দুভার্গজনকভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনাদের নারী ধর্ষণের বহু ঘটনা জানা যাচ্ছে।’ তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি গ্রুপ মস্কোর বিচারের জন্য একটি বিশেষ ট্রাইবুনাল গঠনের আহ্বান জানালে এর প্রতি সমর্থন জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
দিমিত্রো কুলেবা বলেন, ‘আন্তর্জাতিক আইনই সভ্যতার একমাত্র উপকরণ যার মাধ্যমে আমরা যাদের কারণে এই যুদ্ধ সম্ভব হয়েছে তাদের বিচারের আওতায় আনতে পারি।’ তিনি বলেন, ‘আমরা এমন শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আন্তর্জাতিক আইন আমাদের পক্ষে আছে আর আশা করি… এটি আমাদের সহায়তায় অবদান রাখতে পারবে।’
গত বুধবার গর্ডন ব্রাউন, সাবেক বিচারক এবং আইন বিশেষজ্ঞরা যৌথ বিবৃতি দিয়ে বিশেষ ট্রাইবুনাল গঠনের আহ্বান জানান। ওই বিবৃতিতে বলা হয়, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত ১৯৪৫ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলার ওপর ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে।’