কনক বড়ুয়াঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৫ লক্ষ ৫০ হাজার পিছ ইয়াবা সহ গুরামিয়া (৪৫) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটককৃত গুরামিয়া উখিয়ার ৯ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প জি ব্লকের মৃত নুর আহমদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার (৩১ মে) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালি আর্মি ক্যাম্পের অধিনস্থ রোহিঙ্গা ক্যাম্প ০৯ এর জি ব্লক হতে র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান এর নেতৃত্বে গুরা মিয়া (৪৫) নামে এক সাবেক হেড মাঝির ঘর হতে ৫ লক্ষ ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রযেছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।