কনক বড়ুয়াঃ
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরের মাটির খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব ১৫। এসময় আটক করা হয়েছে দুজনকে।
আটককৃতরা হলো- মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তাঁর ছেলে কেফায়েত উল্লাহ (১৯)। দুজনই বাবা-পুত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় উখিয়া বালুখালির ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/৩ তে এ অভিযান পরিচালনা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতঘরের মাটি খুঁড়ে মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করা হয়েছে। তারা দুজনই হচ্ছে বাবা পুত্র।
আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।