বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ৩০ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এসময় দুজনকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মনুপাড়ার বদিউল আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন রিয়াজ(৪০) ও একই এলাকার আক্তার কামালের ছেলে রিয়াদ কামাল(২০)।
সোমবার (১৬ আগস্ট) উখিয়ার বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন চেকপোস্টেরর সামনে থেকে তল্লাশি চালিয়ে তাদের কে আটক করা হয়। তাদেরকে সোমবার রাতে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।
৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম বলেন, সোমবার দুপুরে পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্টে ডিউটিরত সহকারী উপ -পরিদর্শক মো. ফরিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নগদ ৩০লাখ ৭৫হাজার টাকা ও মোটরসাইকেল সহ দুজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ সত্যতা নিশ্চিত করেন।