আব্দুর রহমান, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ঈদগাহ সাংগঠনিক উপজেলা নামে পরিচিত ঈদগাহ কে উপজেলার অনুমোধন দিয়েছে স্থনীয় সরকার মন্ত্রনালয়।
বহু কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে সরকারের ঘোষিত জাতীয়বাস্তায়ন কমিটি নিকার) ১১৭ তম সভায় ঘোষিত বিঙ্গপ্তিতে ঈদগাহ উপজেলা অনুমোধিত হয়,গনমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়।
বিগত ১০ টি বছর রামু- কক্সবাজারের মাননীয় সাংসদ জনাব সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে, জাতীয় সংসদে ঈদগাহ উপজেলা বাস্তবায়ন করার জন্য কয়েকবার উত্তাপন করেন। সাইমুম সরওয়ার কমল এমপির একটাই ইচ্ছা ছিলো ঈদগাহকে উপজেলা ঘোষনা করতে না পারলে, আর জনগনের কাছে ভোট চাইবেনা।
এমন কথা দিয়ে তিনি কথা রাখলেন।
এ ছাড়া কউক চেয়ারম্যান জনাব ফোরকান আহমদ মহোদয় সহ ঈদগাহর সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সহ আরো অনেকে
ঈদগাহ বাস্তবাযনের জন্য অবদান রাখছে।
ঈদগাহ বাসী এমপি কমল সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছে।
সরকারের উর্ধতন কর্মকর্তার মধ্যে যিনি সবচাইতে বেশি অবদান রেখেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচীব ঈদগাহর কৃতি সন্তান জনাব হেলাল উদ্দীন আহমদের সহযোগিতায় সরকারের উর্ধতন নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রেমের মাধ্যমে আজ ঈদগাহ র মানুষ উপজেলার স্বপ্নে দেখেছে।
ঈদগাহ উপজেলা হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে সকলকে সারা জিবন স্বরন রাখবে ঈদগাহ বাসী।