মোঃ মোরশেদ আলম চৌধুরী, লামা:
বান্দরবান লামা থেকে হত্যা ও অস্ত্র সহ মহেশখালী থানার ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মজিদ (৩৬) কে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় লামা উপজেলার সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালাইয়া মেম্বার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে সরই পুলিশ ফাঁড়ির আইসি আবুল হাসেম ও এএসআই মফিজ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামী আব্দুল মজিদকে রাতেই সরই থেকে লামা থানায় আনা হয়েছে।
চাঞ্চল্যকর মাডার মামলা সহ অসংখ্য মামলার ফেরারী আসামী আব্দুল মজিদ কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া এলাকার ছাবের আহমদ ও মমতাজ বেগমের ছেলে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল মজিদ লামা থানা হেফাজতে আছে। তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে