মোঃ মোরশেদ আলম চৌধুরী, লামা:
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমন ঠেকাতে জনগণকে সচেতন করা ও সরকার কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপণে নিষেধ এমন সব দোকানপাট খোলা রাখায়, দোকানে মূল্য তালিকা যাচাই, এবং বিধিনিষেধ অমান্য করায় আজিজনগর চাম্বি মফিজ বাজারের ইব্রাহিম এন্ড সন্স ফার্ণিচারের দোকান, চাম্বি মফিজ বাজারে নিশীথা বোডিং ও বিধিনিষেধ অমান্য করে বোডিং এ যাত্রী বা রুম ভাড়া দেওয়ার কারণে উভয়কে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আজিজনগর চাম্বি মফিজ বাজারে আইন অমান্য করে দোকান খোলা রাখার কারণে ইব্রাহিম এন্ড সন্স ফার্ণিচার মালিককে ৫ শত টাকা, নিশীথা বোডিং এর মালিক মোখলেছুর রহমান কে ৫ হাজার টাকা, বোডিং এ রুম ভাড়া নেওয়ার অপরাধে বিমল চাকমা কে ২ শত টাকা এবং পথচারী ও মোটরসাইকেল আরহীসহ মাস্ক না পড়ায় মোট ৬ হাজার ৩ শত টাকা অর্থদণ্ড ২৬৯ ধারায় জরিমানা করে নগদ আদায় করা হয়েছে।
এসময় তিনি বলেন যারা দেশের প্রচলিত প্রজ্ঞাপণ আইন অমান্য করবে, নিত্য প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবে, মাস্ক পরিধান করবে না তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি বা জরিমানা করা হবে।