মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের লামার রূপসী পাড়া ইউনিয়নে করোনার টিকা কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৭ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে ও ইউনিয়ন পরিষদ সহায়তায় আজকে রূপসী পাড়া ইউনিয়নে বিরূপ আবহাওয়া মধ্যে প্রায় সাড়ে তিনশ জন মানুষকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়।
কার্যক্রমে রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা সভাপতিত্বে উক্ত করোনা ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু মার্মা ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রোবীন, মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জান মোহাম্মদ, এসআইএমও, বান্দরবান, অশেষ বড়ুয়া, জেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাজিম উদ্দীন।
আরও সার্বিক সহযোগিতা ছিলেন মিকু বড়ুয়া, ফখরুল ইসলাম, শেলী রানী বড়ুয়া, মিজানুর রহমান, পিন্টু দাশ, রণজিত বড়ুয়া, জেসমিন আক্তার প্রমূখ।