কাইছারুল ইসলাম,মহেশখালীঃ
যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বঙ্গবন্ধু” অনুর্ধ্ব-১৭(বালক) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা শেখ হাসিনা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
ফাইনালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন ফুটবল টিমকে ট্রাইবেকারে পরাজিত করে মহেশখালী উপজেলার চ্যাম্পিয়ন হয়েছে মাতারবাড়ী ইউনিয়ন ফুটবল টিম।
রবিবার ১৫ মে ঘড়ির কাঁটায় ঠিক ৪টা বাজার সঙ্গে সঙ্গে প্রধান রেফারির লম্বা বাঁশির মধ্যদিয়ে শিরোপা জয়ের ফাইনালে মাতারবাড়ী ইউনিয়ন ফুটবল টিম ও কালারমারছড়া ইউনিয়ন ফুটবল টিমের খেলোয়াড়দের টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র’তে শেষ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ ফুটবল টিমকে ৩-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাতারবাড়ী ইউনিয়ন ফুটবল টিম। রেফারির দায়িত্ব ছিলেন গিয়াস উদ্দিন , মাস্টার রশিদ ও শাহেদ খান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই (পিপিএম), মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়াসহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মর্কতাগণ।
মাতারবাড়ী ইউনিয়ন একাদশের সদস্যরা হলো : আয়াত উল্লাহ (গোল রক্ষক), সাজিনুর রহিদ হিরু, ওয়াহেদ, আশরাফ সিদ্দিক ববি, রাহাদ, সজিব, আবিদ, রবি, আলতাফ, ইকবাল, মিশু, জুনাইদ ও সজিবুল ইসলাম। উক্ত টিমেন ম্যানেজার ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক সিকদার।
ঘাম ঝরানো জয়ে বিজয়ী হওয়ায় মাতারবাড়ী ইউনিয়ন একাদশকে অভিনন্দন জানিয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবু হায়দার। মাতারবাড়ী জুড়ে চলছে আনন্দ উল্লাস, প্রশংসায় ভাসছেন খেলোয়াড়রা।
ফাইনাল খেলা শেষে মাতারবাড়ি ইউনিয়ন একাদশকে চ্যাম্পিয়ন ট্রপি, নগদ অর্থ এবং কালারমারছড়া একাদশকে রানার্সআপ ট্রপি ও নগদ অর্থ প্রদান করেন আগত অতিথিরা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কালারমারছড়ার আলা উদ্দিন ও সেরা গোল কিপার নির্বাচিত হয়েছে মাতারবাড়ির আয়াত উল্লাহ।