প্রেস বিজ্ঞপ্তিঃ
শহরের নাপ্পাঞ্জা পাড়া স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের নাপ্পাঞ্জা পাড়ার নতুন রেললাইন সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাপ্পাঞ্জা পাড়া স্টুডেন্ট ফোরামের বিরুদ্ধে পেতা সওদাগর পাড়া একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ ড্র হলে পেনাল্টি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পেনাল্টিতে নাপ্পাঞ্জা পাড়া স্টুডেন্ট ফোরাম কে ২-১ গোলে হারিয়েছে পেতাসওদাগর পাড়া একাদশ।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “এমন টুর্নামেন্ট এলাকার তরূন যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে ও তাদের শারীরিক এবং মানসিক বিকাশে ভূমিকা রাখবে।”
খেলা পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের অর্থ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদানকালে তিনি নাপ্পাঞ্জা পাড়ার এমন ক্রীড়াসুলভ তরূন ছাত্রদের প্রতি শুভকামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
খেলায় বিজয়ী ও বিজীত দুই দলকে শিরোপা ও চেক তুলে দেন উপস্থিত অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় স্টুডেন্ট ফোরামের উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠের চারপাশে হাজারো দর্শকদের উপস্থিতিতে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয় এবারের নাপ্পাঞ্জা পাড়া স্টুডেন্ট ফোরামের মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১।