মো: রাহাতুল ইসলাম, সাতক্ষীরা:
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-১ এর উদ্যোগে ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২১শে আগস্ট) দুপুরে আটুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়ানের অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে হয়।
খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় ছিল ১২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি চিড়া।
লায়ন্স ক্লাব সাতক্ষীরা জেলার সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার উপস্থিতে আরো ছিলেন শাহিনুর ইসলাম সহ ক্লাবের কর্মকর্তাগণ ।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম সেবামূলক সংগঠন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল দুর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।