সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সংবাদকর্মী সাইদুল ইসলাম শিমুলকে ষড়যন্ত্রমূলক মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সিটি কলেজের প্রভাষক জমির উদ্দিন, পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুজন দাশ, ঘোনারপাড়ার সমাজনেতা এস্তাক আহমদ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, এডভোকেট জহির, শহর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন জনি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবি রায়হান, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার ও সংবাদকর্মী ইয়াছির আরাফাত। মানববন্ধন পরিচালনা করেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।
মানববন্ধনে বক্তারা বলেন, সাইদুর রহমান শিমুল রামু সরকারি কলেজে অধ্যয়নরত রয়েছে। এছাড়া কক্সবাজার শহর ছাত্রলীগের আওতাধীন কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছে। বর্তমান ০৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বি পালন করে আসছে। তাছাড়া কক্সবাজারের জনপ্রিয় অনলাইন ‘কক্সবাজার টুয়েন্টিফোর’ মাল্টিমিডিয়ায় সংবাদকর্মী হিসেবে নিয়োজিত রয়েছে। এলাকায় সে একজন ভদ্র ও নম্র ছেলে হিসেবে সুপরিচিত। কোন অপকর্মে সে জড়িত নেই। তাঁর বিরুদ্ধে কোন মামলাও নেই।
বক্তারা আরও বলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো-বিগত ২৯ সেপ্টেমর রাত সাড়ে ১২টার দিকে শহরের ঘোনারপাড়া কৃষ্ণানন্দধাম সড়কে একটি অনাকাঙ্খিত ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় বিকাশ শর্মা নামে এক পথচারীকে দুইজন ছিনতাইকারী গতিরোধ করে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়। ঘটনাটি পাশের সিসি ক্যামেরায় রেকর্ড হয়। কিন্তু ভিডিও ফুটেজে শিমুল ছিল না। শিমুল কখনো এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকতে পারে না। ছিনতাইকারীদের সাথে শিমুলের চেনা-জানা কিছুই নেই। তবুও ষড়যন্ত্রমূলকভাবে মামলায় শিমুলকে অন্তর্ভুক্ত করা হয়। তাই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত সাপেক্ষে ওই মামলা থেকে নির্দোষ কলেজ ছাত্র শিমুলকে অব্যাহতি দেওয়ার জন্য আপনার সুনজর কামনা করছি।
এসময় রাজনৈতিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতাকর্মী ও বৃহত্তর ঘোনারপাড়ার শত শত মানুষ উপস্থিত ছিলেন। পরে ছাত্রলীগ নেতা ও সংবাদকর্মী শিমুলকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে তদন্তপূর্বক অব্যাহতি দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর ঘোনারপাড়ার জনসাধারণ।