বিশেষ প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত সরকারি মাতামুহুরী কলেজে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট রবিবার সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিক এর অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সবাই কালো ব্যাজ ধারন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কলেজ কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠান উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন।
তথ্য অফিস, লামা কর্তৃক বঙ্গবন্ধুর জীবনীর উপর চিত্র প্রদর্শনী করা হয়।
প্রভাষক আকতার কামাল এর সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক অংথিং, আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সি.প্রভাষক ছাবের আহমেদ, জীব বিজ্ঞানের সি.প্রভাষক মোহাম্মদ হোসেন, পদার্থ বিজ্ঞানের সি.প্রভাষক মোতাহের হোসেন, গণিত বিভাগের সি.প্রভাষক আবুল বাশার, অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রহিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রাশেদ, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়াছির আরাফাত, ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের প্রভাষক সুমাইয়া আকতার, আইসিটি বিভাগের ফরিদুল ইসলাম রাসেল, প্রদর্শক(কম্পিউটার) ফরিদুল আলমসহ-গ্রন্থাগারিক মোহাম্মদ হানিফ, বিপিএড শিক্ষক মো.গিয়াস উদ্দিন, গণমাধ্যম কর্মী, ছাত্র প্রতিনিধি ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রী প্রমুখ।
অংথিং বলেন, শোককে শক্তিতে পরিণত করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে হবে।
এরপর পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্য শেষে বিশেষ দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।