ইব্রাহীম মাহমুদ, টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ উপজেলার সাবরাং চান্দলী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র দীর্ঘদিন ধরে মরনশীল ক্যানসারে আক্রান্ত হয়েছে। ছৈয়দ আলমের ছেলে শহীদ নূর (১১)।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ক্যান্সারাক্রান্ত শহীদ নূর আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্বিতীয় কেমু গ্রহন করে বর্তমানে আশংকাজনক অবস্থায় অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে বাড়িতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সে সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসার মুহতামিম জনাব মাওলানা নুর আহমেদ বড় ভাই কবির আহমদের নাতি।
গেল ৩মাস আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয় বলে চিকিৎসকরা জানায়।
শহিদ নূর গেল বছর নূরানী মাদ্রাসার কেন্দ্রীয় বোড পরীক্ষায় অংশগ্রহণ করে A+ অর্জন করেন। শহীদ নুর বর্তমানে চান্দলী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ভর্তিরত অবস্থায় থাকলেও তার শরীরে মরণব্যাধি রোগ হওয়ার কারণে ক্লাসে অংশ গ্রহণ করতে পারছে না।
টেকনাফ উপজেলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র শহীদ নুরের মামা মোহাম্মদ এনায়েত উল্লাহ ভাগিনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।