নিজস্ব প্রতিবেদক:
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর উদ্যোগে উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় জনগোষ্ঠীর সাথে সামাজিক সম্প্রীতি অটুট রাখা ও প্রশমন ব্যবস্থা পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর সোমবার রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ডাঃ মুক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক মইনুল হাসান পলাশ।
বক্তব্য রাখেন, রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল, শেড’র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিন ও ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক ফারুক আহমদ, মাষ্টার হাসান জামাল, মাষ্টার আবু নোমান চৌধুরী, প্রধান শিক্ষিকা সৈয়দা শিরিন আকতার মনিটরিং ইভালুয়েশন এন্ড টেকনিক্যাল অফিসার নিরঞ্জন চদ্র দে।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সচেতন মান্যগণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্হানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের মাঝে সম্প্রীতি বজায় রাখা সহ রোহিঙ্গাদেরকে মিয়ানমারের দ্রুত প্রত্যাবাসনের দাবীর বিষয়ে সকলকে অটুট থাকতে হবে।
বক্তারা আরো বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অবশ্যই মনোযোগ ধারে রাখতে হবে।