বিশেষ প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারা যাওয়া ওই নারীর নাম রত্না দাশ (৪১)। তিনি সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার কালিপদ দাশের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন রত্না দাশ। তাকে গুরুতর আহতাবস্থায় রাত পৌনে এগারটার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।