সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নে পুলিশের অভিযানে ১লাখ ৩৫ হাজার ইয়াবাসহ এক মাদককারীকে আটক করেছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানার অধিনস্থ সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশের একটি চৌকস দল। এ সময় সোনাইছড়িতে পুরাতন রোহিঙ্গা নাগরিক আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজতে লুকিয়ে রাখা ১ লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত ব্যক্তি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়ার আবদুর রশিদের পুত্র আনোয়ার হোসেন (২২)।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা বলে জানান পুলিশ।
২৫ আগস্ট বুধবার রাত ৯.৩০টায় এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
এ সংক্রান্তে থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।