নুর মোহাম্মদ সিকদার:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম ইউনিয়ন থেকে ১১শ ইয়াবাসহ রুবেল বড়ুয়া নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওয়ার্ড ইয়াহিয়া গার্ডেস্থ প্রবেশ মুখে রাস্তার উপর চেকপোষ্টে ডিউটির সময় ১হাজার ১শ পিছ ইয়াবাসহ রুবেল বড়ুয়া(৩২) নামের এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
আটক রুবেল বড়ুয়া (৩২) উখিয়া রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ড়ের বাসিন্দা পুলিন বড়ুয়ার ছেলে।
এ সংক্রান্তে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয় বলে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।