মো: রাহাতুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ
করোনায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার কাকডাঙ্গা সিমান্তে নিন্ম আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ।
সোমবার (৯ আগষ্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সিমান্ত ফাঁড়ীর সম্মুখ সড়কে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় কাকডাঙ্গা সিমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, তলইগাছা ভিওপি কমান্ডার হারুনর রশীদ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।